মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে শহরে বিদ্যুৎ এর ভেলকিবাজি শুরু হয়েছে কয়েকদিন হলো। দিনে রাতে মিলে ১০ বার বিদ্যুৎ চলে যায় আর আসে ১ ঘন্টা পর পর। শেরপুর শহরের বাসস্ট্যান্ড, হাটখোলা, ধুনট মোড়, হাসপাতাল রোড, কলেজ রোড, বিকাল বাজার রোড, দুবলাগাড়ি এলাকার মানুষ চরম দুর্ভোগের মাধ্যমে জীবন কাটাচ্ছে। চৈত্রের খরতাপে প্রচন্ড গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এরপর বিদ্যুৎ এর এই ভেলকিবাজিতে শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত বিপনি-বিতান ও মার্কেটে বিদ্যুৎ এর লোডশেডিং এর ফলে ব্যবসায় ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন শেরশাহ নিউ মার্কেটের ব্যবসায়ী কামরুল ইসলাম। তিনি বলেন বিদ্যুৎ দিনের মধ্যে ৮ বার আবার কখনো ১১ বার বিদ্যুৎ থাকেনা এজন্য অন্দকার হয়ে যায়, এর কারণে ক্রেতারা থাকেনা এবং আসেনা। শেরপুর উত্তরাপ্লাজার আরেক ব্যবসায়ী ইমন বলেন বিদ্যুৎ এর লোডশেডিং এ আমরা শেষ ব্যবসা ঠিকমতো করতে পারছি না। আরেক ব্যবসায়ী ফরহাদ বলেন বিদ্যুৎ ছাড়াও জেনারেটর দিয়ে দিয়ে চলে মার্কেট কিন্তু আলো বেশি না থাকলে জিনিসপত্র ভালো দেখা যায়না এজন্য ক্ষমতা হচ্ছে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে। এব্যাপারে বিদ্যুৎ অফিসের নাম্বারে কল দিয়ে লোডশেডিং এর বিষয় জানতে চাইলে কোনো উত্তর দিতে রাজি হয়নি।