বগুড়া শেরপুরে রাবের অভিযানে চাঞ্চল্যকর মিজানুর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরে চাঞ্চল্যকর মিজানুর হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে শেরপুর উপজেলার তেতুলিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আব্দুস সামাদ। তিনি শেরপুরের ঢেপুয়া এলাকার মৃত আলতাব আলী মন্ডলের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম।
এর আগে গত ১৭ আগস্ট মিজানুর রহমান তার লিজকৃত সরকারি জমির উপর খনন করা পুকুর থেকে মাছ ধরা কে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জেরে আসামিরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে নিহতের মা বাদী হয়ে বগুড়া শেরপুর থানায় ১৭ জন এজাহারনামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া শেরপুর উপজেলায় হত্যা মামলার অন্যতম পলাতক আসামী আব্দুস সামাদ তেতুলিয়া গ্রামে তার আত্মীয় নুর আলম পান্নার বাড়িতে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামি বিভিন্ন স্থানে দীর্ঘ দিন হতে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে শেরপুর থানা পুলিশ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.