বগুড়া শেরপুরে মধ্যেরাতে চলন্ত বাসে হঠাৎ আগুন: প্রাণে বাঁচলো যাত্রীরা

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আকস্মিকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে প্রায় অর্ধশত যাত্রী। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টার দিকে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ছনকা বাজারে ঘটনাটি ঘটে৷
ছনকা বাজার এলাকার স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন রানা জানান, রাত ২ টার দিকে হটাৎ মহাসড়ক থেকে আগুন আগুন শব্দ ভেসে আসে। আমার বাড়ি থেকে বের হয়ে দেখি একটি চলন্ত বাস আগুনে পুড়ছে। তবে এরআগেই নিরাপদে সব যাত্রীরা বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানো হয়।
এব্যাপারে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর নাদির হোসেন জানান, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে এসে মাত্র ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে এনেছি। আহসান পরিবহনের বাসটি কুড়িগ্রামে থেকে ঢাকা যাচ্ছিলো। প্রাথমিক ভাবে ধারণা করছি যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে বাসে থাকা কেউ হতাহত হয়নি। তবে বাসে থাকা যাত্রীদের মালামাল ও বাসের অধিকাংশ অংশ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে যায়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.