মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি :
আনন্দ বিনোদনের জন্য বগুড়ার জাফলং ও মিনি কক্সবাজার খ্যাত সেই জোড়্গাছা ব্রিজ এ ২ মার্চ বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় আসল আনন্দের অনুভূতির উপচেপড়া ভিড়ের রহস্য। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা নামক স্থানে করতোয়া নদীর এই ব্রিজ এর নিচে পানি কমে যাওয়ায় শুকনো স্থানে হালকা পানি উত্তর পাশ থেকে দক্ষিণ পাশে যাচ্ছে এবং এই পাশে একটু নিচু এলাকা হওয়ায় পানির স্রোতধারা বইছে। এই স্রোতের মাঝে গ্রামের যুবকরা নেমে গোসল দিচ্ছে এবং অনেকে বক্স নিয়ে এসে গানের তালে তালে নাচে পানির স্রোত ধারায়। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দিয়ে স্থানীয় যুবকরা রীতিমতো ভাইরাল পয়েন্ট হিসাবে উপস্থাপন করেছেন এই স্থানকে যার নামকরণ করা হয়েছে ” গরিবের মিনি কক্সবাজার ও জাফলং নামে। এজন্য প্রতিদিন এই স্থানে বগুড়া শহর ছাড়াও বহুদূর দুরান্ত থেকে পর্যটকরা আসতে শুরু করে সকাল থেকেই বিকেল বেলা বেশি ভীড় হয়ে থাকে এবং যুবক যুবতীরা এসে উপচেপড়া ভিড় করেন আনন্দ উল্লাসে। স্থানীয় বাসিন্দা শ্রমিক নেতা ইসমাঈল হোসেন জানান কয়েকদিন হলো এই ব্রিজ এর নিচে উঠতি বয়সের যুবক ছেলেরা এই পচা পানিতে নেমে আনন্দ উল্লাস করছে দেখা যায় কিন্তু এই পানিতে নেমে গোসল দিচ্ছে এদের চুলকানিসহ বিভিন্ন রোগ হতে পারে কারণ এই নদীতে যত মিল কলকারখানা আছে সবগুলোর ময়লা আবর্জনা ও বিষাক্ত পানি আসে এজন্য এই পানি ক্ষতিকর বলে আমরা জানি। এছাড়াও ঘুরতে আসা আবু সাঈদ বলেন কয়েকদিন ফেসবুকের মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে তাই দেখে আমি দেখতে এসেছি তবে তেমন কিছু নেই আমরা হুজুগে বাঙ্গালী তাই দেখতে এসেছি এককথাই গরিবের ঈদ আনন্দের জন্য এই ভীড় দেখা যায়। তবে অত্র এলাকার মানুষ খুশি কারণ জনসাধারণ মানুষের চলাফেরা বেশি হওয়ায় দিনমজুরদের যেমন রিক্সা ভ্যান, সিএনজি চালকদের আয় বেড়েছে বলে জানা গেছে।
