মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক এমপির গাড়ি বহরে হামলার মামলায় পুলিশ অভিযান চালিয়ে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে আম্বইল গোড়তা এলাকা থেকে ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ(৩৫) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
জানা যায়, বিগত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনী বিএনপির সাবেক এমপি গোলাম মো. সিরাজের প্রচারের গাড়ি বহরে কলেজরোড এলাকার হামলা হয়। এই ঘটনায় শেরপুর থানায় গত নভেম্বর মাসের ১৫ তারিখে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মামলার নামীয় আসামী ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ভবানীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুর রশিদ কে শেরপুর থানা পুলিশ ২৬ ডিসম্বর বৃহস্পতিবার রাতে আম্বইল গোড়তা এলাকায় আটক করেছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটককৃত আব্দুর রশিদ কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।