মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
তোমরাই সর্বোত্তম জাতি তোমাদের প্রেরণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য আল কোরআনের এই আয়াতের বাস্তবায়নের আলোকে বগুড়ার শেরপুর বিশালপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ইউনিয়ন জামায়াতের দলীয় কার্যালয় উদ্বোধন ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গত ১ ডিসেম্বর রবিবার সকাল ৮ ঘটিকায় জামাইল বাজার জামায়াতের দলীয় কার্যালয়ে উক্ত ইউনিয়নের সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল বারীর সঞ্চালনায় ও ইউনিয়ন জামায়াতের আমির মোঃ আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা মোঃ নাজমুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারি সাংবাদিক ও শিক্ষানুরাগী মোঃ ইফতেখার আলম।
বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শেরপুর শাহসুলতান ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ও বিশালপুর ইউনিয়ন জামায়াতের কেয়ারটেকার মোঃ শাহ আলম সোহান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহবন্দেগী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার মোঃ শামসুল হক প্রমুখ। উক্ত শীতার্তদের মাঝে শেরপুর শেরুয়ার বিশিষ্ট ব্যবসায়ী সুফিয়ান সাউরীর বিশেষ অর্থায়নে ও উক্ত ইউনিয়ন জামায়াতের ব্যবস্থাপনায় কয়েক শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।