বগুড়া শেরপুরে বাজার মনিটরিং করতে অভিযান শুরু: ৪ ব্যাবসায়ীর জরিমানা

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: চালসহ নিত্যপণ্যের মুল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বগুড়ার শেরপুর বাজার মনিটরিং করে ৪ ব্যবসায়ীর নিকট থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়ার শেরপুর পৌর শহরের বারদুয়ারী হাটখোলা এলাকায় এই বাজার মনিটরিং করা হয়।
এতে অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো. সুমন জিহাদী ও সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম। এসময় র‌্যাব-১২ বগুড়া সিপিএসসির সহকারি পরিচালক মো. সোহেল রানাসহ র‌্যাব সদ্যরা উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে। বৃহস্পতিবার শেরপুর শহরের বারদুয়ারী হাট এলাকা চালের দোকানসহ ৪টি মুদির দোকানে দ্রব্যমূল্য না টাঙ্গনো, মেয়াদউত্তীর্ণ জিনিসপত্র বিক্রিসহ আইন লংঘন করায় প্রাথমিক ভাবে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.