মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে এসো হে বৈশাখ এসো এসো, এই বাংলা গানের তালে তালে ডাকঢোল পিটিয়ে আনন্দ উল্লাসে শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন করা হয়েছে। আজ ১৪ এপ্রিল ১ লা বৈশাখ সকাল নয়টায় শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনের উদ্যোগে উপজেলায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রা উপজেলা থেকে বের হয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করেন। আনন্দ শোভাযাত্রায় ঢাক-ঢোলের তালে তালে নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম তুলে ধরা হয়। এতে অংশগ্রহণকারীদের হাতে, ভ্যানে, মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীক, রঙ-বেরংয়ের নানা প্রাণীর প্রতিকৃতি যেমন ঘোড়া, হাতি, মাছ, পালকি, ঘোড়ার গাড়ি, মোরগের লড়াই, প্যাঁচার প্রতিকৃতি, লাঙ্গল জোয়ালের সাজানো কৃষক ছিলো চোখে পড়ার মতো। এর আগে শেরপুর উপজেলা চত্বরে পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর ধুনটের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদি, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা,সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম, শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজামাল সিরাজি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সচিব, শেরপুর উপজেলার সাংস্কৃতিক, শহর ও ইউনিয়ন আওয়ামীলীগ, ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, শিক্ষক শিক্ষিকাসহ অনেকে উপস্থিত ছিলেন।