মিন্টু ইসলাম শেরপুর, বগুড়া থেকেঃ
বগুড়ার শেরপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা (অনূর্ধ্ব- ১৭) খেলার উদ্বোধন করা হয়েছে। ২০ মে শুক্রবার বিকাল সাড়ে চারটায় শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে আয়োজিত এই খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে উপজেলার ভবানীপুর ইউনিয়ন ও বিশালপুর ইউনিয়ন। আগামী বুধবার (২৫ মে) এই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, বিশালপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান, ভবানীপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল, শেরপুর সরকারি মডেল ডি জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার উদ্দিন, শেরপুরে এ জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীন্দ্রনাথ রায়, শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, শেরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ শংকর সাহা প্রমুখ।