বগুড়া শেরপুরে ফ্লাই ওভারের দাবিতে উপজেলা বিএনপির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর শহরের ধুনটমোড় থেকে হাজিপুর পর্যন্ত ফ্লাইওভারের দাবিতে উপজেলা বিএনপির উদ্যোগে ১ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপিও দিয়েছেন।
মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য তৌহিদুজ্জামান পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মো. সিরাজ। অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ¦ শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার উদ্দিন, সহ সভাপতি মাহবুবুর আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, জেলা জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, শহর যুবদলের আহবায়ক সাহাবুল করিম, উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক শাহ মো. কাওছার আলী কলিন্স, মহিলাদল সভানেত্রী নাসরিন আক্তার পুটি, সাংগঠনিক সম্পাদক, সুইটি আকতার মিষ্টি, ইসলামী আন্দোলন শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর মাহমুদুর রহমান চুন্নু, শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এসএম ফেরদৌস, শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই, মাওলানা হাফিজুর রহমান, সহ শেরপুর উপজেলার সকল প্রকার পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.