বগুড়া শেরপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকুসহ গ্রেফতার ২

আইন-অপরাধ পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে, একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ চাকু সহ গ্রেফতার একজন, অস্ত্র আইনে মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ। শেরপুর থানা পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনাকালে ইং ১৭/০৩/২০২৫ খ্রিঃ রাত্রী ০০:৩০ ঘটিকার সময় শেরপুর থানার পৌরসভাধীন দাড়কিপাড়ারোড টাউন কলোনী গ্রামস্থ জনৈক মোঃ আশেক মাহমুদ রুমান (৪১), পিতা-মৃত ইবনে মোস্তফা @ তাজ, এর বাড়ির সামনে পাকা রাস্তার উপরে হইতে আসামী ১। মোঃ বাচ্চু মিয়া (৪৬), পিতা-মৃত ছলিম উদ্দিন, সাং-কোর্টপাড়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়। তার হেফাজত হতে ১। একটি বার্মিজ চাকু, যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-২০, তারখি- ১৭ র্মাচ, ২০২৫; জি আর নং-৬৯, ধারা-19(f) The Arms Act, 1878 রুজু করা হয়। ইং ১৭/০৩/২০২৫ তারিখে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়। এছাড়াও বগুড়া শেরপুর থানাধীন ০১নং কুসুম্বী ইউপির অন্তর্গত বেলঘরিয়া বাজারস্থ জনৈক মোঃ আমিনুল ইসলাম এর ইলেক্ট্রিক দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১।মোঃ নাজমুল ইসলাম ওরফে নাইম (২৪), পিতা-মোঃ মাহফুজুর রহমান টিটু, গ্রাম-জামুর (দক্ষিন জামুর), থানা- শেরপুর, জেলা-বগুড়াকে আটক করা হয়। শেরপুর থানায় অস্ত্র উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে, গত ইং ১৫/০৩/২০২৫ তারিখ রাত্রী ১৯.০৫ ঘটিকার সময় একটি বার্মিজ চাকু, যাহা বাট সহ লম্বা ১০ ইঞ্চি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানার মামলা নং-১৮, তারিখ- ১৫ মার্চ, ২০২৫; জি আর নং-৬৭, ধারা-19(f) The Arms Act, 1878 রুজু করা হয়। এব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম শফিক জানান অপরাধমুক্ত শেরপুর গড়তে এই অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.