মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বগুড়ার শেরপুর ঢাকা-বগুড়া মহাসড়কে মির্জাপুর ইউনিয়নের সামনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব মজিবর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বগুড়া-৫ আসনের শেরপুর -ধুনট এর নৌকার মাঝি হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার সংগ্রামী সভাপতি, শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, শেরপুর -ধুনট এর জননেতা আলহাজ্ব মুজিবুর রহমান মজনু এমপি প্রার্থীকে মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে গণ সংবর্ধনা প্রদান করেন। এসময় সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান। শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম ফারুক, সহসভাপতি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মির্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহ আলম শেখ, সাধারণ সম্পাদক এম এ হান্নান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল শেখসহ আপামর জন সাধারণগণ সংবর্ধনা প্রদান করেন।