মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভ‚ইফোঁর বা হঠাৎ করে আবির্ভূত কোনো সুবিধাভোগীকে দলে অন্তর্ভুক্ত করা হবে না বলে জানিয়েছেন শেরপুর উপজেলা বিএনপির নেতৃবৃদের।
গতকাল রবিবার (২৯ জুন) সকাল ১০টায় জেলা পরিষদ অডিটোরিয়াম কাম কমিনিটি সেন্টারে সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি যখন রাজপথে লাঠি-গুলির মুখে আন্দোলন করেছে, তখন যারা মাঠে ছিল না, তারাই এখন দলের পদ-পদবি নিয়ে স্বপ্ন দেখছে এটি আমরা হতে দেব না। যারা ১৭ বছর ধরে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন, নিপীড়ন সহ্য করেছেন, তারাই হবে আমাদের অগ্রাধিকার।
শেরপুর উপজেলা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক কাহালু-নন্দীগ্রামের এমপি মোশারফ হোসেন। শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন এবং পৌর সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কেএম মাহবুবুর রহমান হারেজ, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, সহ-সভাপতি ও সদর থানার বিএনপির সভাপতি মাফতুম আহমেদ খান রুবেল, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল আলম মামুন, কে এম খায়রুল বাশার, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান হেলাল, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা কৃষক দলের সদস্য সচিব এনামুল হক সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা পিয়ার হোসেন, মাহবুবুল আলম হিরু, মামুনুর রশিদ আপেল, মোয়াজ্জেম হোসেন, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, জাকারিয়া মাসুদ, স্বেচ্ছাসেবক দলনেতা শাহ মোহাম্মদ কাওসার কলিংস, হাফিজুল আসিফ শাওনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, ভ‚ইফোঁরদের অনুপ্রবেশ ঠেকাতে তৃণমূল পর্যায়ে যাচাই-বাছাই করেই সদস্য নেওয়া হবে একচুল ছাড় দেওয়া হবে না। দলের প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা হবে। সাময়িক লাভের আশায় কেউ যেন আদর্শ ও ত্যাগকে উপেক্ষা না করে, এমন বার্তাও দেওয়া হয় কর্মীদের উদ্দেশ্যে। তবে সবার ঐক্য প্রয়োজন আছে।
