মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে তাস দিয়ে জুয়া খেলার সময় বাড়ির জুয়ার আসর থেকে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (১১ জুন) রাত ১২টার দিকে শেরপুর উপজেলার শাহবেন্দগী ইউনিয়নের হামছায়াপুর গ্রামের স্বাধীন মন্ডলের ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শেরপুর শহরের খন্দকারপাড়া এলাকার মৃত হবিবর শেখের ছেলে রফিকুল ইসলাম (৪২), খন্দকারটোলা দক্ষিণপাড়া গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৪২), খন্দকারটোল মধ্যপাড়ার ময়েন উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৫০), হামছায়াপুর গ্রামের মো. শাহজামালের ছেলে মোসলেম উদ্দিন (২৫) ও ছোনকা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে স্বাধীন মন্ডল (২৫।
এব্যাপারে শেরপুর থানার এসআই রবিউল ইসলাম জানান, অভিযানকালে ৫২টি প্লেয়িং কার্ড ও নগদ ১ হাজার ৭শ ৩০ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।