বগুড়া শেরপুরে ছোট ভাইয়ের বিয়েতে বড় ভাই বর, কনেকে ক্ষতিপূরণ দিলেন ১ লক্ষ টাকা

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
পরিবার থেকে মেয়ে দেখার পর বিয়ের প্রস্তুতি নেন ছেলে পক্ষ ও মেয়ে পক্ষ। দিন তারিখ করে আজ বুধবার নিয়ম অনুযায়ি বর কনের বাড়িতে আসে। কনের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের ধুমধামে খাওয়া শেষ করেছে। বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিল দুই পক্ষই।
এরমধ্যে ঘটে অবাক করা কান্ড। বর বাড়ি থেকে পালিয়ে যাওয়া বড় ভাই শেরওয়ানি পড়ে বড় সেজে বিয়ে করতে এসেছে। বুধবার বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিয়ে না করে ১ লক্ষ টাকা খাবারে ক্ষতি পূরণ দিয়ে বাড়িতে ফিরে যায়।
স্থানীয় এলাকাবাসী ফরহাদ হাসান জানান, পারিবারিকভাবে খানপুর গ্রামের গোপালপুর গ্রামের আরমান আলীর ছেলে মীর শহিদের সঙ্গে বিয়ে ঠিক হয়। সেই অনুসারে ছেলে পক্ষ বিয়ে করতে আসে। মেয়েটি গরীব হওয়ায় আমরা এলাকাবাসী টাকা দিয়ে বিয়ের আয়োজন করি। বর শহীদ না এসে তার বড় ভাই আব্দুল মোমিন বর সেজে এসেছে। পরে দুই পক্ষ বসে বিয়ের খরচ হওয়া ১ লক্ষ টাকা দিয়ে তারা চলে যায়।
বর সেজে আসা আব্দুল মোমিন জানান, বিয়ের জন্য ছোট ভাই শাহিদ সবকিছু কিনে প্রস্তুত নিয়েছে। কিন্তু গতকাল রাত থেকে তাকে আর পাওয়া যাচ্ছেনা। তাই দুই পক্ষের সম্পানের কথা চিন্তা করে বিয়ে করতে এসেছি। যদি তারা সম্মতি থাকত আমি বিয়ে করে নিয়ে যেতাম।
মেয়ের মা কুলছুম (ছদ্দনাম) জানান, আমরা যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছি সে আসেনি। বড়ভাই বর সেজে এসেছে। এজন্য আমরা মেয়েকে বিয়ে দেয়নি।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, এ ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে দুই পক্ষ বসে যেহুত মেয়ে গরীব তাই বর পক্ষ খরচের টাকা একটা সমাধান করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.