মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া জেলার শেরপুর থানা এলাকা থেকে চুরি যাওয়া মালামাল এবং আন্তঃজেলা চোর/ ডাকাত চক্রের ০২( দুই) জন সক্রিয় সদস্য সুদূর বরিশাল ও পটুয়াখালী এলাকা হইতে উদ্ধার ও গ্রেফতার। চুরি যাওয়া ২৯ (উনত্রিশ)টি ব্যাটারী উদ্ধারসহ আন্তঃজেলা চোর/ডাকাত চক্রের ০২ জন সক্রিয় সদস্য গ্রেফতার এবং ১০৫ (একশত পাঁচ) টি চোরাই সন্ধগ্ধি গ্যাস সিলিন্ডার উদ্ধার।
মামলা সূত্রে জানা গেছে, শেরপুর থানার মামলা নং-১৮, তাং-২৩/০২/২০২৫ খ্রিঃ, জিআর নং-৪৬/২৫, ধারা-৪৫৭/৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০। অত্র মামলার বাদী পেশায় একজন ব্যাটারী দোকানদার। শেরপুর থানাধীন ১০নং শাহবন্দেগী ইউপির অন্তর্গত শেরুয়া বটতলা পিরপাল মার্কেটে বাদীর কিষান অটো নামীয় ব্যাটারীর দোকান আছে। প্রতিদিনের ন্যায় বাদী গত ইং-১৬/০২/২০২৫ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বাদী তাহার দোকান খুলিয়া সারাদিন ব্যবসা করিয়া একই তারিখ রাত্রি ০৭.৩০ ঘটিকার সময় দোকানে তালা লাগাইয়া বাড়ীতে চলিয়া যায়। পরের দিন ইং-১৭/০২/২০২৫ তারিখ রাত্রি অনুমান ০৪.০০ ঘটিকার সময় বাদীর চাচাতো ভাই মোঃ সেলিম বাদীকে মোবাইল ফোনে জানান যে, বাদীর দোকান চুরি হইয়াছে। তাৎক্ষনিক বাদী তাহার দোকানে আসিয়া দেখিতে পান যে, বাদীর দোকানের শার্টারের তালা কাটা। তখন বাদী শার্টার তুলিয়া দেখিতে পান যে, দোকানে থাকা ইজি বাইক, অটোরিক্সা, আইপিএস এবং সিএনজিএর নতুন ও পুরাতন সর্বমোট ৪১টি ব্যাটারী যাহার মূল্য অনুমান ৪,২৫,৫০০/- (চার লক্ষ পঁচিশ হাজার পাঁচশত) টাকা নাই। পরবর্তীতে বাদী তাহার চুরি যাওয়া ব্যাটারী খোঁজাখুজি করিয়া না পাইয়া থানায় আসিয়া অত্র মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন মামলাটি তদন্তভার গ্রহন করিয়া বাদীর চুরি যাওয়া ব্যাটারী উদ্ধার এবং আসামী গ্রেফতারের নিমিত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত আসামী মোঃ নুরুন্নবীউল আহসান রুমি(৪৭)পিতা-সানা উল্লাহ আকন্দ, সাং-দাতপুর, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জকে গত ২৪/০২/২৫ তারিখে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরন করেন। তাহার দেওয়া তথ্য মতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোসসহ পূনরায় অভিযান পরিচালনা করার জন্য শেরপুর থানার জিডি নং-৩৯৭, তারিখ-০৮/০৩/২৫খ্রিঃ মূলে থানা হইতে রওনা করেন। অভিযান পরিচালনা কালে ইং-১০/০৩/২০২৫ তারিখ বেলা ১৪.২০ ঘটিকার সময় পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন শৈল্যাবুনিয়া এলাকা হইতে আসামী মোঃ ইয়াকুব মৃধাকে গ্রেফতার করিয়া বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করিয়া উক্ত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করিয়া ১০/০৩/২০২৫ তারিখ সন্ধ্যা ১৮.৩০ ঘটিকার সময় আসামী মোঃ শহিদুল ইসলাম @ শহিদকে বিএমপি, বরিশাল জেলার বিমানবন্দর থানাধীন করাপুর মাষ্টার বাড়ী এলাকা হইতে গ্রেফতার করিয়া উক্ত আসামীর বর্ণিত ঠিকানার পশ্চিম দুয়ারী শয়ন ঘরের মধ্যে হইতে অত্র মামলার আলামত পুরাতন ইজি বাইকের ব্যাটারী ২৫ (পঁচিশ)টি এবং সিএনজির ব্যাটারী ০৪ (চার)টি নতুন সর্বমোট ২৯টি ব্যাটারী। মূল্য অনুমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। উল্লেখ্য যে, আসামীদ্বয়ের দেখানো মতে উক্ত স্থান হইতে চোরাই সন্ধিগ্ধ আরো ১০৫টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেন। যাহার মধ্যে খালি ৯০টি এবং গ্যাসসহ ১৫টি। যাহার আনুমানিক মূল্য ৪,২০,০০০/- টাকা। উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। যাহার শেরপুর থানার জিডি নং-৩৯৭, তারিখ-০৮/০৩/২৫খ্রিঃ। তদন্তকালে জানা যায়, ধৃত আসামীদ্বয় আন্তঃজেলা চোর/ডাকাত দলের সক্রিয় সদস্য। ধৃত আসামীদ্বয় তাহাদের অন্যান্য সহযোগীসহ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে ব্যাটারী, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য জিনিসপত্র চুরি করিয়া আসিতেছে। মামলার তদন্ত চলিতেছে।
চোরাই সন্ধিগ্ধ উদ্ধারকৃত ১০৫(একশত পাঁচ) টি গ্যাস সিলিন্ডার এর প্রকৃত মালিকের সন্ধানের নিমিত্বে বেতার বার্তা, ওসি, সকল থানা, বাংলাদেশ বরাবরে প্রেরণ করা হইয়াছে। যাহার বেতার বার্তা নং-৩০, তারিখ-১১/০৩/২৫খ্রিঃ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিম্নবর্ণিত মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করিয়া দেখা যায়, ধৃত আসামী ১। মোঃ ইয়াকুব মৃধা(৪৪) ১। (2CUG1) ডিএমপি এর কদমতলী থানার ,এফআইআর নং-৪১, তারিখ- ১৭ মে, ২০১৬; সময়- ১৬:৩৫ ঘটিকা। ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত -২। (23KK2) ঢাকা এর ধামরাই থানার ,এফআইআর নং-২২, তারিখ- ২৭ ফেব্রুয়ারি, ২০১৬; সময়- ১৩.১৫ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত -৩। (29YRQ) ডিএমপি এর গুলশান থানার ,এফআইআর নং-৬১, তারিখ- ২৬ সেপ্টেম্বর, ২০১১; সময়- ধারা- ৩৯৫/৩৯৬/৪১২ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত -৪। (1RBT7) রংপুর এর তারাগঞ্জ থানার ,এফআইআর নং-৪, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০২২; জি আর নং-১০২, তারিখ- ০৭ সেপ্টেম্বর, ২০২২; সময়- ০৯.৪৫ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-১২৮, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৫। (1Q6LU) যশোর এর শার্শা থানার ,এফআইআর নং-২১/১৮৯, তারিখ- ২৬ জুলাই, ২০২২; জি আর নং-১৮৯/২২, তারিখ- ২৬ জুলাই, ২০২২; সময়- রাত্র ২২.৩০ ঘটিকা ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট :-২৮৭, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৬। (1V9SW) ঢাকা এর সাভার থানার ,এফআইআর নং-৩৯/১০৪, তারিখ- ১১ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-১০৪, তারিখ- ১৮ সেপ্টেম্বর, ২০২২; সময়- ০০.৩০ ঘটিকা ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট :-৩৫১, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৭। (1D7Q9) পটুয়াখালী এর পটুয়াখালী সদর থানার ,এফআইআর নং-১৪/২২৯, তারিখ- ১৭ জুন, ২০২০; সময়- ১৫.৩৫ ধারা- ৩৯৮/৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-৩২৭/২০, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ৮। (29WV2) যশোর এর কোতয়ালী থানার ,এফআইআর নং-৭৩, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০১৫; সময়- ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত – ৯। (29WQS) যশোর এর কোতয়ালী থানার ,এফআইআর নং-৭৭, তারিখ- ১৪ সেপ্টেম্বর, ২০১৫; সময়- ধারা- ৪৬১/৩৮০/৪১১/১১৪ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত -১০। (1D57M) যশোর এর শার্শা থানার ,এফআইআর নং-১০/১৫৪, তারিখ- ১১ জুন, ২০২০; সময়- ১৩.০৫ ঘটিকা ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – ১১। (TJYU) ঢাকা এর দক্ষিণ কেরানীগঞ্জ থানার ,এফআইআর নং-২০, তারিখ- ১২ এপ্রিল, ২০১৫; সময়- ধারা- ৪১৩ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত – ১২। (9D72T) বিএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-১৫, তারিখ- ১৩ আগস্ট, ২০২৩; জি আর নং-২৪২, তারিখ- ১৩ আগস্ট, ২০২৩; সময়- সময় ২২:১০ ঘটিকা। ধারা- 395/397 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট :-১৪৫, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ১৩। (1VRAY) কিশোরগঞ্জ এর কিশোরগঞ্জ সদর থানার ,এফআইআর নং-৩৭/১১৭, তারিখ- ১৬ মার্চ, ২০২২; জি আর নং-, তারিখ- ১৭ মার্চ, ২০২২; সময়- তারিখ ২৩.০৫ ঘটিকা। ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত – চার্জশীট :-৫২৩, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে
আসামী মোঃ শহিদুল ইসলাম @ শহিদ ১। (9HC4H) বিএমপি এর এয়ারপোর্ট থানার ,এফআইআর নং-৯, তারিখ- ১০ ডিসেম্বর, ২০২৩; জি আর নং-৩৫৮, তারিখ- ১০ ডিসেম্বর, ২০২৩; সময়- ২০:৪০ ধারা- 457/461/380 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট :-৪২, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ২। (1H3NB) নীলফামারী এর সৈয়দপুর থানার ,এফআইআর নং-২, তারিখ- ০৩ মার্চ, ২০২১; জি আর নং-৫২, তারিখ- ০৩ মার্চ, ২০২১; সময়- ০০.১৫ মিঃ ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ – পেশাদার চোরাই মাল ক্রয়কারী /ডাকাত দলের সক্রিয় সদর্স্য ৩। (1LXAX) চাঁপাইনবাবগঞ্জ এর চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ,এফআইআর নং-২২/৭৩, তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০২১; জি আর নং-৭৩/২০২১, তারিখ- ১৪ ফেব্রুয়ারি, ২০২১; সময়- সময় ২০:৪৫ ঘটিকায় ধারা- ৪৬১/৩৮০ পেনাল কোড-১৮৬০; , তদন্তে অভিযুক্ত (সি এস) – চার্জশীট :-৭৯, ৪। (1SUES) বিএমপি এর কোতয়ালী থানার ,এফআইআর নং- ৮৫, জিআর/৮৮৫/২০১৮(১SUES), তারিখ- ২৮ নভেম্বর, ২০১৮; জি আর নং-৮৮৫/২০১৮(কোতয়ালী), তারিখ- ২৮ নভেম্বর, ২০১৮; সময়- ২১:৩০ ঘটিকা ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ -৫। (2R88J) বাগেরহাট এর মোরেলগঞ্জ থানার ,এফআইআর নং-১০/৩৭৭, তারিখ- ০৭ আগস্ট, ২০১৮; সময়- ২০:১৫ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০; মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম শফিক জানান গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
