মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে মামলা তুলে নেয়াসহ জীবননাশের হুমকির প্রতিবাদে ৪ ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় পিতা। শুক্রবার (১ জুলাই) বিকালে শেরপুর মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত সোহরাফ হোসেনের ছেলে মো. শহিদুল ইসলাম বলেন, আমার প্রথম স্ত্রী মারা গেলে আমি চার ছেলের অনুমতিতে দ্বিতীয় বিয়ে করি। কিন্তু বছর খানেক যাবার পর তারা আমাকে জমি লিখে দেবার জন্য চাপ সৃষ্টি করে। কিন্তু জমি না দেয়ার কারণে তারা চার ভাই মিলে আমাকে এবং দ্বিতীয় স্ত্রীকে মারপিট করে জখম করে। এ নিয়ে আদালতে (২৪৫সি/২২) মামলা দায়ের করি। মামলাটি বর্তমানে থানা পুলিশ তদন্ত করছে।
তিনি বলেন, এলাকার কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি জমি দলিল করে দিতে এবং মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে আসছে। মামলা তুলে না নিলে তারা আমাকে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি ধামকি দিয়ে আসছে। বর্তমানে আমি ও আমার দ্বিতীয় স্ত্রী জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।