মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে মাছ ধরার সময় বস্তাভর্তি ধারাল অস্ত্র পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় শেরপুর শহরের উত্তর সাহাপাড়া মহল্লায় করতোয়া নদী থেকে এসব উদ্ধার করা হয়। পরে এসব থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ৩৫টি অস্ত্রের মধ্যে আছে দুটি চায়নিজ কুড়াল, দুটি বার্মিজ চাকু, চারটি মাঝারি ধারাল ছোরা, একটি চাপাতিসহ দেশীয় ছোট–বড় ২৬টি চাকু। এসব তথ্য নিশ্চিত করেছেন শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, চার থেকে পাঁচজন কিশোর উত্তর সাহাপাড়া মহল্লার কালীতলার পূর্ব পাশে করতোয়া নদীতে মাছ ধরতে নামে। এ সময় তারা একটি প্লাস্টিকের বস্তা পায়। নদীর কিনারে তুলে বস্তার বাঁধা মুখ খুললে ভেতরে দেশীয় ধারাল অস্ত্রগুলো পাওয়া যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এলে তাদের কাছে এসব হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, কারা বস্তাভর্তি এসব ধারালো অস্ত্র পানিতে ফেলেছে তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে৷ তবে অস্ত্রগুলোকে পরিত্যক্ত হিসেবে পুলিশ জব্দ করে হেফাজতে রেখেছে।