বগুড়া শেরপুরে উষসী সাহিত্য সংসদের পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

আরো পরিবেশ রাজশাহী শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে উষসী সাহিত্য সংসদের ১৬৩তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারে একটি ভবনে এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উষসী সাহিত্য সংসদের সভাপতিমন্ডলীর সদস্য সাহাব উদ্দিন হিজল। এসময় সংগঠনের আহ্বায়ক কবি শাহ আলমের সঞ্চালনায় সাহিত্য পাঠ করেন কবি লতিফ আদনান, আব্দুস সামাদ, সুশীল চন্দ্র পাল, নাহিদ আল মালেক, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন, জীবন সাহা, সাহেব মাহমুদ, মীর এনামুল হক, গোলাম মোস্তফা, বাপ্পি, আমিনুল ইসলাম, সুমন মোহন্ত, নাঈম ইসলাম সংগ্রাম প্রমুখ। সমালোচনাপর্বে অংশ নেন ডা. মো. মিজানুর রহমান ও জীবন সাহা। সংগঠনের আগামী পাক্ষিক অধিবেশন ২ ডিসেম্বর শুক্রবার শহরের নয়াপাড়াস্থ উষসী কার্যালয়ে অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.