বগুড়ায় ট্রেনে কাটা পড়ে শেরপুরের বাসচালকের মৃত্যু

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা যায়, রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে বগুড়া রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
মজিদ শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। আব্দুল মজিদ পেশায় বাসচালক ছিলেন। বর্তমানে তিনি পরিবারসহ বগুড়া শহরের রহমাননগর এলাকায় থাকতেন।
এসআই আমিনুল ইসলাম জানান, প্রায় ছয় বছর আগে আব্দুল মজিদ মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে চাকরি হারিয়ে ফেলেন। এরপর থেকে মজিদ ভবঘুরে ছিলেন। পুলিশের ধারণা, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মজিদের মৃত্যু হয়। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.