বগুড়ার শেরপুর পৌর বিএনপির সম্মেলনে ৪টি পদে ৯ প্রার্থী, প্রতীক বরাদ্দ

আরো রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ
আগামী ৫ আগস্ট ২০২২ অনুষ্ঠিতব্য বগুড়ার শেরপুর পৌর বিএনপির দ্বি—বার্ষিক সম্মেলন উপলক্ষে বুধবার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশার নিকট সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক সম্পাদক (২টি) পদে পদ প্রত্যাশী ৫ জনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি আব্দুল আজিজ হীরা প্রমুখ।
দলীয় সুত্র জানায়, উক্ত সম্মেলন উপলক্ষে ৪টি পদে পদ প্রত্যাশী ৯ জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। পরে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। তারা হলেন— সভাপতি পদে মোঃ মজনুর রহমান মজনু (প্রতীক—আনারস) ও স্বাধীন কুমার কুন্ডু (প্রতীক—দেয়াল ঘড়ি), সাধারণ সম্পাদক পদে মোঃ মোস্তাফিজুর রহমান নিলু (প্রতীক—ফুটবল) ও ফিরোজ আহমেদ জুয়েল (প্রতীক—মোরগ), সাংগঠনিক সম্পাদক পদে (২টি) আব্দুল মজিদ (প্রতীক—গোলাপ ফুল), মামুনুর রশিদ আপেল (প্রতীক—রিক্সা), জিএম শফিকুল ইসলাম রিপন (প্রতীক—কাপ পিরিচ), অ্যাডভোকেট আমিনুল ইসলাম শাহীন (প্রতীক—আম) ও মোঃ আব্দুর রাজ্জাক (প্রতীক—কলস)।
বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল জানান. বুধবার দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই—বাছাই শেষে প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে দ্বিমত না থাকায় নির্ধারিত দিনের একদিন আগেই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.