
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানায় নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন যোগদান করেছেন।
২২ মে (বৃহস্পতিবার) সকালে শেরপুর থানার বিদায়ী ওসি শফিকুল ইসলামের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করে ওসি পদে যোগদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মোঃ সজিব শাহরিন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নুল সহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন।
সিরাজগঞ্জ জেলার বাসিন্দা এস এম মঈনুদ্দিন শিক্ষাজীবন শেষ করে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ এ ২৭ তম ব্যাচে সরাসরি এস আই পদে যোগাদান করেন। পরে তিনি চাকুরি জীবনে বিভিন্ন থানাসহ বগুড়া সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেন। নবাগত ওসি এস এম মঈনুদ্দিন ১৯৮০ সালের ২৭ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। নবাগত ওসি শেরপুর থানায় দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।