বগুড়ার শেরপুর ও ধুনটে কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে মাছ ধরার বাশের তৈরি”দারকি “

আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
প্রতি বছর বর্ষাকাল এলেই বগুড়ার শেরপুরের করতোয়া নদীর পানি বৃদ্ধির ফলে ভরে যায় সকল খাল বিল নদীনালা। এছাড়াও ধুনটের বিভিন্ন নদী এলাকার চারদিকে নজর কাড়ে থৈ থৈ পানি আর পানি। এসময় পানি বাড়ে আর কমে এরপর ধীরে ধীরে হাটুজলে নেমে আসে পানি। এমন সময়ে ‘দারকি’ বসিয়ে নানান প্রজাতির ছোট মাছ শিকার করেন অনেক কৃষক ও মাছ শিকারিরা। এখন আর দেশি প্রজাতির ছোট মাছ আগের মত তেমন চোখে পড়ে না। এরফলে দিনদিন হারিয়ে যেতে বসেছে মাছ ধরা ফাঁদ বাশের ‘দারকি’।
সরেজমিন গিয়ে দেখা যায় বগুড়া জেলার শেরপুর হাটখোলায় দারকি তেমন দেখা না গেলেও ধুনটের কেন্দ্রীয় শহীদ মিনার এর পুর্বপাশে মুজিব চত্বর রোডে ১৯ আগস্ট শনিবার দুপুরবেলা দারকি বাজার বসেছে দেখা যায়। মাছ মারার দারকি বিক্রেতারা জানান দুঃখের কথা। দারকি বিক্রেতা সদানন্দ রায় বলেন আমাদের দারকির ছবি তুলেন না কারণ জিজ্ঞেস করলে বলেন চায়নারা আমাদের তৈরী যা দেখে তাই বানায়, ফেসবুকে দেখলে এই দারকি তারা বানাবে আবার। আরেক বিক্রেতা শফিকুল ইসলাম বলেন এমনিতেই মাছ ধরার দারকি আগের মতো বিক্রি হচ্ছেনা মানুষ এখন দারকি কম ব্যবহার করেন তাই ভবিষ্যৎতে আর থাকবে কিনা দারকি বলতে পারছিনা। প্রতিটি দারকি বিক্রি হয় ২শ টাকা থেকে শুরু করে ৩ শত টাকার বেশি দামে। শখ করে নদী-নালা, খাল-বিল ও জমির আইলের ফাঁকে দারকি বসিয়ে হরেক রকম ছোট ছোট মাছ ধরতো মানুষ। এমনকি পেশাদার জেলেরা দারকি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। খাল-বিল ছিল তাদের জীবিকার প্রধান উৎস। কিন্ত জলবায়ু পরিবর্তনে হারিয়ে যেতে বসেছে দেশি প্রজাতির ছোট মাছগুলো। ফলে দারকি দিয়ে মাছ ধরার দিন উঠে যাচ্ছে দিন দিন প্রায়।
বগুড়ার শেরপুরের দুবলাগাড়ী এলাকার মাছের ব্যপারী লিটন বলেন, এক সময়ে শুকনো মৌসুমে নদী-নালা ও বিলের হাঁটুপানিতে নেমে কিশোর, যুবক ও বৃদ্ধসহ সকল বয়সের মানুষরা দারকি দিয়ে মাছ ধরার মিছিলে মেতে উঠতো ব্যস্ত থাকতো প্রতিদিন। এখন নদী-নালাগুলো মরা খালে পরিনত হয়েছে। মরা খালের পানিতে দেশি প্রজাতির মাছের প্রজনন ক্ষমতা থাকে না। এ কারণে ছোট মাছ যেন সোনার হরিণ হতে চলেছে। আগের মত অহরহ মাছ পাওয়া যায় না এখনকার খাল-বিলের পানিতে। এজন্য কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে মাছ ধরার দারকি।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *