বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

আরো করোনা আপডেট পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচনের রির্টানিং অফিসার। সোমবার (২০ মে) সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পিএম ইমরুল কায়েস। এতে চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ আনারস, মো. শাহ জামাল সিরাজী মোটর সাইকেল, এমএ হান্নান জোড়া ফুল, জাকারিয়া তারেক বিদ্যুত ঘোড়া ও রুবেল আহম্মেদ কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. সাইফুল বারী ডাবলু চশমা, বিধান কুমার ঘোষ টিয়া পাখি, তাজুল ইসলাম কিরণ টিউবওয়েল, নূরে আলম সানি তালা, রনি সরকার উড়োজাহাজ ও সাদ্দাম হোসেন মাইক প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. ফাতেমা খাতুন ময়না কলস, মোছা. ফিরোজা বেগম প্রজাপতি, মোছা. মর্জিনা বিবি ফুটবল ও মোছা. শিখা খাতুন হাঁস প্রতীক পেয়েছেন। উল্লেখ্য, আগামী ৫ জুন বুধবার শেরপুর উপজেলা পরিষদের নির্বাচন সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সর্বমোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.