‎বগুড়ার শেরপুরে সংগীত ওস্তাদ আবুল কাশেমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
‎বগুড়ার শেরপুরে লালন চর্চা ও গবেষনামূলক সংগঠন ভবের হাটের আয়োজনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগীত ওস্তাদ মরহুম আবুল কাশেমের স্মরণে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার রাত ৮ টায় শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
‎ভবের হাট সংগঠনের সভাপতি মোজাফ্ফর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্্েরসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইফতেখার আলম ফরহাদ, ওস্তাদ মরহুম আবুল কাশেমের পরিবারের পক্ষে তার ছেলে আমিনুল ইসলাম, সরমালিকা সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম রিপন, ভবের হাটের সংগীত শিক্ষক কন্ঠশিল্পী মাসুদ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রঞ্জু প্রমূখ। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ কুন্ডু, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাধন কর্মকার, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, সাংবাদিক এসআই বাবলু, নৃত্যাঞ্জলী আর্টস একাডেমীর পরিচালক কামরুল ইসলাম পাশা সহ বিভিন্ন পেশা ও সংস্কৃতিমনা ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
‎স্মরন সভায় বক্তারা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও সংগীত ওস্তাদ মরহুম আবুল কাশেমের সাথে জরিয়ে থাকা স্মৃতিগুলো তুলে ধরেন। সভা শেষে মরহুম আবুল কাশেম সহ সকল উম্মাহর মুক্তি কামনায় দোয়া করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.