বগুড়ার শেরপুরে শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আবহাওয়া আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৫৩ তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বেলা সাড়ে ১০টার দিকে শহরের শেরপুর সরকারি ডায়মন্ড জুবলী মডেল স্কুল খেলার মাঠে এর উদ্বোধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.সুমন জিহাদী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল হাই বারী, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, ছাইফুল ইসলাম প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট, ব্যাডমিন্টনসহ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.