বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান আদালতে ৩ কসমেটিকস দোকানের ৮০ হাজার টাকা জরিমানা

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত নিউ শেরশাহ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে, ৩ কসমেটিকসের দোকানে ৮০ হাজার জরিমানা করেছেন উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমান আদালত। আজ ৫ ফেব্রুয়ারী সোমবার বেলা সাড়ে ১১টায় এ ভ্রাম্যমান আদালতের নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এব্যাপারে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম জানান, শেরপুর শহরের বিভিন্ন এলাকার কসমেটিকসের দোকানগুলোয় মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ প্রসাধনী বিক্রি করে আসছিল। গোপন সংবাদ পেয়ে ৫ ফেব্রুয়ারী সোমবার বেলা সাড়ে ১১ টায় শহরের নিউ শেরশাহ মার্কেট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযান চালাই। সেখানে মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ প্রসাধনী পাওয়ায় ৩ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তারা অঙ্গীকার করেছেন যে, আগামী ১০ দিনের মধ্যে তারা সকল মোড়কবিহীন, নিষিদ্ধ ও মেয়াদউত্তীর্ণ সকল সামগ্রী সরিয়ে ফেলবেন। নইলে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.