বগুড়ার শেরপুরে বিষাক্ত বর্জ্যে নদী দূষণ রোধে মানববন্ধন

আইন-অপরাধ আবহাওয়া আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের সীমাবাড়ি বেটখৈর সকাল বাজার এলাকার ফুলজোর নদীর তীরে এসআর কেমিক্যাল ও মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল যুক্ত বর্জ্য ফুলজোর বাঙ্গালী নদীতে ফেলে দুষণ করার প্রতিবাদ ও দুষণ রোধে সোমবার (২৭ মার্চ) দুপুরে মানববন্ধন করেছে ফুলজোর নদী রক্ষা সংগ্রাম পরিষদ।
মানববন্ধনে বক্তারা বলেন, মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার এসআর কেমিক্যাল ও ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার ফুড প্রোডাক্টসের বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত বর্জ্য ফুলজোর নদীতে ফেলার কারণে নদীর মাছ বিলীন হয়ে যাচ্ছে। যে নদীতে এলাকার হিন্দু মুসলমানরা প্রতিদিন গোসল করতো বিষাক্ত বর্জ্যরে কারণে সেটিইও এখন বন্ধ। এমনকি গবাধি পশুও নদীর পানি খেতে পারছেনা। বক্তারা আরো বলেন, এসময় নদীতে অনেক মাছ পাওয়া যেত। সেই মাছ খেয়ে আমরা জীবন যাপন করতাম। এখন আর সেই মাছ নেই বিষাক্ত ওই বর্জের কারণে। আমরা এর পরিত্রান চাই।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সীমাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান খান, মৎস ব্যবসায়ী তৌহিদুল ইসলাম বাবু, সচেতন এলাকাবাসী হাসিবুল ইসলাম, মাহবুব আলম পলাশ, মাজেদা খাতুন, হাসানুল সেতু প্রমূখ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.