বগুড়ার শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে এক ছাত্রের মৃত্যু

আবহাওয়া আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে বিদ্যুতস্পৃষ্টে অনার্স পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাত ১টার দিকে শেরপুর শহরের বিকাল বাজারের পুর্বপার্শ্বে একটি মুদির দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্র মো. আব্দুল মোমিন (২২) শেরপুর পৌরশহরের উত্তরসাহাপাড়া এলাকার সেলুন শ্রমিক নেতা মো. হাবিবুর রহমানের ছেলে। স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে শহরের বিকাল বাজার এলাকায় মোমিনসহ কয়েকজন ডিজিটাল প্যানা লাগাচ্ছিল। এসময় একটি মুদির দোকানের বিদ্যুতের জালে পড়ে গুরুতর আহত হয় মোমিন। পওে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

শেরপুর টাউনফাঁড়ির ইনচার্জ এসআই সাম্মাক হোসেন জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর শুনেছি। তবে কিভাবে সে বিদ্যুতস্পৃষ্ট হয়েছে তা বলতে পারছি না।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.