বগুড়ার শেরপুরে চলাচলের অযোগ্য রাস্তা স্বেচ্ছাশ্রমে উপযোগী করলো স্কাউটস সদস্যরা

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর পৌর শহরের একটি চলাচলের অযোগ্য রাস্তায় নিজেরাই স্বেচ্ছাশ্রমে উপযোগী করেছে স্কাউটসের কয়েক সদস্য। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা এবং রাস্তায় খানাখন্দক সৃষ্টি হওয়ায় মানুষ ও যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হলে তারা এই উদ্যোগ নেয়।

গত শনিবার (৫ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরপুর পৌরশহর ও কুসুম্বী ইউনিয়নের সীমান্তবর্তী দাড়কিপাড়ার প্রায় অর্ধকিলোমিটার রাস্তায় স্কাউটসের কয়েক সদস্য মিলে এই সংস্কার কাজ চালান।

স্কাউটস সদস্য মো. নিরব প্রামাণিক জানান, ওইদিন সকালে বৃষ্টির পর দেখি রাস্তায় বিভিন্ন স্থানে পানি জমেছে এবং গর্তের সৃষ্টি হয়েছে। রাস্তার বেহাল অবস্থা দেখে প্রথমে ভিডিও করি পরে নিজেই কাজ শুরু করি। কিছুক্ষণ পর আমার এক ভাই যিনি রোভার স্কাউট সদস্য ও আসে। এরপর আরো ৩ জন স্কাউটস সদস্য সব মিলিয়ে ৫ জন এই কাজে অংশ নেই। প্রথমে আমরা পানি নিস্কাশনের ব্যবস্থা করি এবং তারপর বিভিন্ন জায়গা থেকে রাবিশ ও ইটের খোয়া সংগ্রহ করে রাস্তায় ফেলে গর্তগুলো ভরাট করি। বর্তমানে রাস্তা চলাচলের উপযোগী হয়েছে।

নিরব প্রামাণিক শেরপুর শহরের টাউনকলোনী আজিজ জামিলা (এজে) উচ্চ বিদ্যালয়ের পিএল। এছাড়া তার সঙ্গে যোগ দেয় শেরপুর শহিদীয় আলীয়া মাদ্রাসার রোভার মেট মো. আব্দুর রহমান, মো. লিমন বাবু, মো. তুহিন ইসলাম ও মো. আরাফাত।

নিরব প্রামাণিক আরো জানান, আমি বাংলাদেশ স্কাউটসের একজন গর্বিত সদস্য। স্কাউটিংয়ের ৭ নম্বর আইন ‘ স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল- এই আদর্শ ধারণ করে আমরা এই সমাজসেবামুলক কাজে স্বত:স্ফুর্তভাবে অংশ গ্রহণ করি। এভাবে যদি আমরা নিজেরাই বাড়ির পাশের্^ পরিস্কার পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে অংশ নেই তাহলে একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা সম্ভব।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.