বগুড়ার শেরপুরে এক গৃহবধূর আত্মহত্যা

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে গলায় ওড়না পেঁচিয়ে ছুম্মা খাতুন (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে শুভগাছা খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আজম খন্দকারের মেয়ে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নাতির কান্নার শব্দ পেয়ে ছুম্মার মা তাছলিমা এগিয়ে গিয়ে জানালার ফাঁক দিয়ে দেখেন মেয়ের লাশ ঘরের আড়ার সাথে ঝুঁলছে। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে সেখান থেকে লাশটি নামায়। পরিবারের লোকজন জানায়, ছুম্মা খাতুন মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হতো। প্রতিদিনের মতো আজ সকালে তার স্বামী সোহেল শেরপুরে চলে গেলে তিনি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হলেও তিনি বাপের বাড়িতেই থাকতেন। তাদের ১৫ মাস বয়সী একটি ছেলে রয়েছে।
এব্যাপারে বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.