বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ”২০২৪ এর শুভ উদ্বোধন

আরো কৃষি পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৪ মে মঙ্গলবার সকালে উপজেলার ধুনটমোড়স্থ খাদ্য গুদামে শেরপুর উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন এ কাইয়ুম, শেরপুুর এল এসডি কমকর্তা ফরিদুল ইসলাম, মির্জাপুর এলএসডি কর্মকর্তা রাকিবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু, আব্দুল হামিদ, আবু তালেব আকন্দ, সিরাজুল ইসলাম, আলহাজ্ব বশির উদ্দিন, হানিফ উদ্দিন সেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে এবার সরকার কৃষকের কাছ থেকে প্রতি মণ (৪০ কেজি) ১২৮০ টাকা দরে বোরো ধান ক্রয় করছেন। উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রয় করতে পারবেন। শেরপুরে উপজেলায় খাদ্য অধিদফতর কর্তৃক অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ১২৪২০ লক্ষ মেট্রিক টন ধান, চাল ১৩০১ টন চাল সংগ্রহের ল্যমাত্রা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.