‎বগুড়া-৫ শেরপুর ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চান – ফজলুল রহমান খোকন

আরো করোনা আপডেট পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
‎বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন।
‎ছাত্রজীবনে শেরপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা হিসেবে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত আছেন মোঃ ফজলুল রহমান খোকন। দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি (ধুনট- শেরপুর) এলাকার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করেছেন তিনি।
‎তিনি জানান,“ ২০০৪ সাল থেকে শেরপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের রাজনীতির নেতৃত্ব দেন ২১ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি । আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকার কারণে দেশে হামলা-মামলার শিকার হয়ে অনেক। তবুও জাতীয়তাবাদের আদর্শ থেকে বিচ্যুত হইনি।”
‎ফজলুল রহমান খোকন জানান, তৃণমূলের নেতাকর্মীদের অনুরোধে এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বগুড়া-৫ আসনে মনোনয়ন চান।
‎তার ভাষায়,“দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে ধুনট-শেরপুর অঞ্চলের অবহেলিত জনগণকে উন্নয়নের স্রোতে যুক্ত করাই হবে আমার প্রধান লক্ষ্য। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার অগ্রগতি এবং আলোকিত করতে চাই এ জনপদকে।” ফজলুল রহমান খোকন,পারিবারিকভাবেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা মানবিক ও সামাজিক কাজেও সক্রিয় ছিলেন।
‎ধুনট- শেরপুর বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফজলুল রহমান খোকনকে প্রার্থী হিসেবে দেখতে চান। ধুনটে উপজেলা ছাত্রদলের বদিউজ্জামান তমাল । বলেন, “আমরা এমন একজন প্রার্থী চাই, যিনি শুধু সুসময়ে নয়, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন।” স্থানীয় বিএনপি নেতা আবু বক্কর বলেন, “ ফজলুল রহমান খোকন শুধু নিজের এলাকার নেতাকর্মীদের নয়, দেশের বিভিন্ন অঞ্চলের নির্যাতিতদের পাশে থেকেছেন। তার মতো একজন মানুষের প্রার্থিতা দলকে শক্তিশালী করবে।”
‎ধুনট উপজেলার যুবদলের নেতা আব্দুল হালিম ও এলাঙ্গী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আপেল মাহমুদ বলেন, “ধুনট – শেরপুর এলাকা বহুদিন অবহেলিত।যারা উন্নয়নের নামে লুটপাট করেছেন, এবার তাদের জবাব দেওয়ার সময় এসেছে।”
‎দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই চূড়ান্ত প্রার্থী নির্ধারণ হবে। ফজলুল রহমান খোকন জানান, “দল যাকে যোগ্য মনে করবে, তার পক্ষেই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *