‎বগুড়া শেরপুর পৌর এলাকার রাস্তার বেহাল দশা: দ্রুত রাস্তা সংস্কার করার দাবি শহরবাসীর

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার প্রাচীনতম প্রথম শ্রেণীর পৌরসভা শেরপুর হলেও নাগরিকদের সেবার মান বাড়েনি বরং কমেছে কয়েকগুণ। বিগত আওয়ামী সরকারের আমল থেকেই এই হযবরল অবস্থা উন্নয়নের এই পৌরসভায়। শেরপুর পৌরসভার সবকটি সড়কের অচলাবস্থা হয়েছে। নাগরিকদের চলাচলের রাস্তাঘাটের অবস্থা দেখে প্রতিনিয়ত গালিগালাজ করতে দেখা যায় ভুক্তভোগীরা রাস্তায় চলার সময় জনপ্রতিনিধিদেরকে। ৩ আগস্ট রবিবার সরেজমিনে গিয়ে জানা গেছে, শেরপুর পৌর রোড, হাটখোলা রোড, রেজিস্ট্রার অফিস রোড, সকাল বাজার রোড, বিকাল বাজার রোড, রামচন্দ্রপুর রোড, ডিজে হাইস্কুল রোড, থানা রোড, কাচারি রোড, টাউন কলোনি রোড, বাগান বাড়ি রোড, দ্বাড়কিপাড়া রোড, উপশহর রোডসহ আরও অনেক রাস্তার সড়কের অচলাবস্থায় জনজীবনে নাগরিকরা চরম দুর্ভোগের মাধ্যমে চলাচল করছেন । এমতাবস্থায় শেরপুর পৌর এলাকার সচেতন নাগরিকরা বলেন অতীতেও উন্নয়ন হয়নি রাস্তাঘাটের বর্তমানে পৌরসভার দায়িত্ব পালন করছেন ইউএনও মহোদয় আশিক খান তিনি ইতিমধ্যেই পৌর উন্নয়নের জন্য ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। আশাকরি এবার প্রতিটি মানুষের প্রয়োজনীয় রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হবে বলে মনে করেন। এছাড়াও ভুক্তভোগী বগুড়া শেরপুর ৭নং ওয়ার্ডের বাসিন্দা নাহিদ হাসান বলেন কতদিন হলো আমার এলাকার এই রাস্তা কাঁচা অথচ পাকা করার জন্য কোনো উদ্যোগ নেই? এই রাস্তা দিয়ে প্রায় ২০ গ্রামের মানুষ চলাচল করে থাকে। বর্তমানে এই রাস্তার বেহাল দশার কারণে আমি ঠিকমতো চলাচল করতে পারছিনা, ছাত্রছাত্রীদের স্কুল কলেজের যাওয়ার সময় কত কস্ট হয়” এজন্য তিনি নাগরিকদের উন্নত সেবা দেওয়া এবং রাস্তাগুলোর দ্রুত সংস্কার করার জন্য পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *