
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
গত শুক্রবার দিবাগত রাতে বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে শেরপুর উপজেলার শ্রীরামপুর এলাকায় বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে পলাতক আসামি শ্রী হৃদয় বাসফোর (২৯), পিতা মৃত লালজি বাসফোর, সাং শ্রীরামপুর, শেরপুর—এর বসতবাড়ির বসতঘর থেকে ২০০ বোতল কেরু অ্যান্ড কোম্পানির কান্ট্রি লিকার মদ ও ৪১০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়। সর্বমোট ৬১০ বোতল মদ জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, হৃদয় বাসফোরের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে এ ঘটনায় তার বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।