
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ডিস লাইনের সংযোগের কাজ করার সময় আতিকুর রহমান লিমন (৪০) নামের ব্যক্তি বিদ্যুৎ পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।
বুধবার (৩০শে জুলাই) শেরপুর পৌরসভাস্থ, টোলার গেট (হাসপাতাল রোড) লিমন নিজ বসতবাড়িতে ঘরের মধ্যে টিভির ডিস লাইনের সংযোগের কাজ করার সময় বিদ্যুৎ পিষ্ট হয়। নিহত ব্যক্তি হলেন, পিতা মৃত রাজা ডাইভারের ছেলে আতিকুর রহমান লিমন।
আত্মীয়-স্বজনেরা আহত লিমনকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।