বগুড়া শেরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বর্ধিত সভা অনুষ্ঠিত

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে কেন্দ্রীয় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি করুনা রানী ঘোষ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাধন কর্মকার কৃষ্ণ, সাবেক কোষাধক্ষ্য অপরেশ বসাক, পৌর শাখার সভাপতি শুভ কুন্ডু, সহসভাপতি দীপ্ত সরকার, দপ্তর সম্পাদক ও আনন্দ আশ্রম পূজা কমিটির সাধারণ সম্পাদক পাপন কানু, কার্যনির্বাহী সদস্য জনি মোহন্ত, ভবানীপুর ইউনিউনের সভাপতি তপন ব্যানার্জী, বকুলতলা পূজা উদযাপন কমিটির সভাপতি মিথুন মোহন্ত, জুনিয়র টাউন বারোয়ারীর সাধারণ সম্পাদক সুজন রায়, মির্জাপুরের রতন সাহা, ঘোষপাড়ার রিপন গোয়ালা, খানপুরের মনিন্দ্রনাথ রায় সহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দরা।সভায় শেরপুর উপজেলায় সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ৮৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *