বগুড়া শেরপুরের ভবানীপুর বাজারে সরকারি জমি দখলমুক্ত করলেন ইউএনও আশিক খান

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজারে সরকারি খাসজমির ওপর নির্মিত অবৈধ ২৫টি আধাপাকা দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ২৯ জুলাই মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশিক খান।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় অবৈধভাবে সরকারি জমি দখল করে ২৫টি আধাপাকা দোকানপাট নির্মাণ করেছিল অসাধু ব্যবসায়ীরা। এরই খবর পেয়ে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। পুরো এলাকাজুড়ে ক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
অভিযানে শেরপুর উপজেলা প্রকৌশলী জনাব আব্দুল মজিদ, শেরপুর থানা ও ভবানীপুর পুলিশ ফাঁড়ির কর্মকর্তাবৃন্দ, ভবানীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক খান বলেন, আমরা ওখানে অবৈধভাবে সরকারি হাটের জায়গায় ২৫টি আদাপাকা ঘর নির্মাণ করা পাই। তারমধ্যে দুই থেকে তিনটি দোকানে মালামাল পাওয়া যায়। আর সবগুলো দোকান ঘর ফাকা থাকায় আমরা সবকয়টি দোকান ভেঙ্গে গুড়ে দিয়ে সরকারি হাঁটের জায়গা দখল মুক্ত করা হয়। সেখানে এখন প্রতিদিনের ন্যায় হাট বাজার বসবে। কোন স্থায়ীভাবে দোকানপাট নির্মাণ করা যাবে না। সরকারি জায়গাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *