‎বগুড়ার ৭টি আসনে বিএনপির এমপি প্রার্থীদের নির্বাচনী হাওয়া জমে উঠেছে “সবুজ সংকেত পেলেন যারা

আরো করোনা আপডেট পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
‎‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার কোন আসনে কে প্রার্থী হচ্ছেন এই জল্পনা কল্পনা মূলত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরই শুরু হয়েছে। আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলগুলো অনেকটা মুক্ত পরিবেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা শুরু করে। তখন থেকেই আলোচনায় আসে বগুড়ার কোন সংসদীয় আসন থেকে কোন দলের কে প্রার্থী হচ্ছেন। বিশেষ করে বিএনপির কে কোন সংসদীয় আসন থেকে মনোনয়ন পাচ্ছেন।
‎জামায়াতে ইসলামী অনেক আগেই বগুড়ার ৭টি সংসদীয় আসনের প্রার্থীদের নাম ঘোষণা করলেও বিএনপি এখনো স্পষ্ট করে বগুড়ার ৭টি আসনের বিপরীতে প্রার্থীদের নাম ঘোষণা করেনি। তবে আজ বুধবার (১৫ অক্টোবর) বগুড়ার ৭ টির মধ্যে ৫টি সংসদীয় আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হচ্ছেন এমন একটি তালিকা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে। গতকাল মঙ্গলবার রাতে নাম গুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্ভাব্য প্রাথীদের কাছে ফোন দিয়ে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চান এবং কিভাবে নির্বাচন করবেন তাও জানতে চান। এ রকম করে যাদের কাছে ফোন করে কথা বলেছেন তাদের নাম গুলোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-১ আসনে সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ আসনে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, বগুড়া-৩ আসনে আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার, বগুড়া-৪ আসনে সাবেক এমপি মোশারফ হোসেন এবং বগুড়া -৫ আসনে সাবেক এমপি গোলাম মোহাম্মাদ সিরাজ এর নাম এসছে। অনেকেই বলছেন বগুড়া-৬ (সদর) বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করবেন এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে তারেক রহমান নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
‎এই ৫ প্রার্থীর নাম আজ বুধবার (১৫ অক্টোবর) রাজনৈতিক সচেতন মহলে আলোচনার বিষয় ছিলো। এ প্রসঙ্গে শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
‎আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে ফোন দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেই ফোন রিসিভ করতে পারিনি। পরে জেনেছি তিনি আমাকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন।
‎বগুড়া-৪ আসনে সাবেক এমপি মোশারফ হোসেন বলেন গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০ টার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন এবারের নির্বাচন সহজ হবে না। ঝুঁকিপূর্ণ নির্বাচন হবে। সবাইকে নিয়ে নির্বাচন করতে হবে। নারীপুরুষ সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকে কাজ করতে হবে। বগুড়া বলে হেলা করা যাবে না। সবাইকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটের কাজ করতে হবে।
‎বগুড়া-১ আসনে সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাধারণত স্কাইপিতে নেতাকর্মীদের সাথে কথা বলেন কিন্তু গতকাল তিনি তাকে ফোন করেছিলেন, তিনি এলাকার অবস্থা জানতে চেয়েছেন। কিভাবে ভোট করবেন ভোট করার পলিসি কি বিস্তারিত জানতে চেয়েছে এবং কাজ করতে বলেছেন। তিনি বিশাল বিজয় আনতে হবে বলে জানিয়েছেন।
‎বগুড়া-৫ আসনের সাকে সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে রাত সাড়ে ১১টার দিকে ফোন করে বলেছেন, আপনি সিনিয়র নেতা, জুনিয়র নেতাদের নিয়ে কাজ শুরু করেন। সবাইকে নিয়ে কাজ করেন সেই সাথে অন্যদের দিকেও খেয়াল রাখবেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *