বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ছাত্রী সংস্থার উদ্যোগে মানববন্ধন

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা ফজিলাতুন নাহার কর্তৃক হিজাব পরিহিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দেওয়ার প্রতিবাদে বগুড়ার শেরপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার ধুনট রোড মোড়ে ঢাকা–বগুড়া মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভানেত্রী জাকিয়া সুলতানা জান্নাতী, সেক্রেটারী তাজরী নাহার, মাহফুজা আননূরী, নিপা খাতুন, নায়েলা তাসনিম প্রমুখ নেত্রীবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, হিজাব মুসলিম নারীর পরিচয় ও ধর্মীয় অনুশাসনের অংশ। একটি শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল। শিক্ষার্থীদের ধর্মীয় অনুশীলন বাধাগ্রস্ত করা দেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তারা অবিলম্বে সংশ্লিষ্ট শিক্ষিকার পদত্যাগ দাবি করেন এবং তাকে আইনের আওতায় আনার আহ্বান জানান। একইসঙ্গে এ ঘটনায় জাতীয় পর্যায়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করে শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের স্বাধীনতা নিশ্চিত করার জোর দাবি জানান ছাত্রী সংস্থার নেত্রীরা।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *