বগুড়ার শেরপুরে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন বিএনপির ৭ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক লিটন আজম (৪০) এর বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী শিরিনা খাতুন শনিবার শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত লিটন আজম ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী রাজ্জাকের সঙ্গে ঘনিষ্ঠতার বাদে লিটন প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে তিনি গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দিতে থাকেন। এতে সাড়া না পেয়ে গত ২১শে আগস্ট রাতে স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি ওই বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে লিটন পালিয়ে যায়।
এদিকে অভিযুক্ত লিটন আজম অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে জমিজমা বিরোধের কারণে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। এবিষয়ে তিনি সংবাদ সম্মেলন করবেন বলে জানান।
অপরদিকে খামারকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি কায়কোবাদ হোসেন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির নির্দেশে লিটন আজমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ বিধি ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *