
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
“একসঙ্গে গড়ি সমৃদ্ধ শেরপুর-–ধুনট”এই শ্লোগানকে সামনে শেরপুর ও ধুনটে এবারের এইচএসসি, কারিগরি ও আলিম পরীক্ষায় ৩শ ৬৯ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার উদ্যোগ নেন এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সামাজিক উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী। তারই ধারাবাহিকতায় বগুড়ার শেরপুরে এইচএসসি পরীক্ষায় মহিলা অনার্স কলেজের ৩৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ। মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা বহুধারায় বিভক্ত। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। অনেকে ভালো ফলাফলও করেছে। কিন্তু আমরা কাঙ্খিত মান অর্জন করতে পারছি না। এ বিষয়ে তৎপর হওয়ার জন্য সাবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, নবীজীর সময়েও নারীরা ব্যবসা করেছেন, ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধ করেছে। কিন্তু এখন নারীদের সমাজে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। তাই দেশের অর্থ সামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য নারী শিক্ষার বিকল্প নেই। মর্যাদা রক্ষার জন্য নারীদের স্বোচ্চার হতে হবে।“
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু ও মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।
আলোচনা পর্ব শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদপত্র, ডায়েরি, মগ, ল্যাপটপ ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন আয়োজকরা।
