
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বাংলাদেশের উত্তরাঞ্চলের প্রাচীন বগুড়া থেকে প্রকাশিত জাতীয় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন উপলক্ষে ১২ আগস্ট মঙ্গলবার করতোয়ার উপজেলা প্রতিনিধির উদ্যোগে বগুড়ার শেরপুর বাসট্যান্ডের উত্তরাপ্লাজা মার্কেটের ২য় তলায় শেরপুর প্রেসক্লাবে আলোচনা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। উক্ত কেক কর্তন ও উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান ও অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন কেক কেটে করতোয়ার ৫০ বছরের পদার্পণ এর সাফল্য কামনা করে বলেন করতোয়ার ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আগামীর পথচলায় সফলতায় হোক। এসময় করতোয়ার শেরপুর উপজেলা প্রতিনিধি আকরাম হোসাইন, শেরপুর থানার তদন্ত কর্মকর্তা জয়নুল আবেদীন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।