অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এ প্রকাশ হয়েছে তরুণ লেখক মোঃ তৌহিদুল ইসলাম রবিনের প্রথম গ্রন্থ ‘এখানে টিনের চশমা খোলা হয়’। সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট ও ঘটনা-নির্ভর গল্পে সাজানো গ্রন্থটি প্রকাশ করেছে লেখাচিত্র প্রকাশনী। নজরকাড়া প্রচ্ছদ করেছেন সাফায়াত উল্লাহ। ১৫০ টাকা মলাটমূল্যের বইটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যোনে অনুষ্ঠিত গ্রন্থমেলার ৫৯১ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বিভিন্ন অনলাইন প্লাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে সূলভমূল্যে।
‘এখানে টিনের চশমা খোলা হয়’ বইটির মূল্যায়ন করে জনপ্রিয় লেখক মোহাম্মদ অংকন জানান, ‘লেখক শুধু লেখক হওয়ার জন্য, মনের খোরাক জোগাতে কিংবা চিত্ত-বিনোনের জন্য লেখালেখি করেন না। লেখক তার কলমের মাধ্যমে সমাজের অসংগতি দেখিয়ে দেন, সমাজ-ব্যবস্থার উন্নয়নের উপায়ও বলে দেন। আমরা সাধারণ মানুষ যে বিষয় নিয়ে কল্পনা করতে পারি না, একজন লেখক সাহিত্যের নিখুঁত বর্ণনায় তা বাস্তবিক করে তোলেন। তেমনই বাস্তববাদী লেখক মোঃ তৌহিদুল ইসলাম রবিন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন প্লাটফর্মে লেখালেখি করছেন। তাঁর লেখার প্রধান একটি বিষয় হচ্ছে সামাজিক চিন্তাধারা। ‘এখানে টিনের চশমা খোলা হয়’ বইটির মাধ্যমে তিনি সামাজিক কিছু সমস্যার কথা গল্পের ছলে তুলে ধরার মধ্যদিয়ে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। সামাজিক অপরাধ, অমানবিকতা, ধর্মান্ধতাসহ বেশ কিছু বিষয়ের ওপরে লেখকের বাস্তবধর্মী চিন্তাচেতনার আলোকে লেখা এই বইটি মানুষকে প্রাসঙ্গিক হতে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ যে, মোঃ তৌহিদুল ইসলাম রবিন একজন স্বাধীনচেতা ও মানবতাবাদী মানুষ। তিনি সবসময় সমাজ-সচেতনতামূলক কাজে নিজেকে জড়িত রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। জনকল্যাণে সবসময় ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে তরুণ প্রজন্মকে সঙ্গে করে নতুন কিছু করার চেষ্টায় থাকেন। নিজে লেখালেখির সঙ্গে জড়িত থাকার কারণে তরুণদের বইমুখী করতে ২০১৬ সালে ‘টি.আর স্টার ম্যাগাজিন’ নামে একটি আঞ্চলিক ম্যাগাজিন প্রকাশনার কাজ করেন। তিনি পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন। তিনি ‘নিরাপদ সড়ক চাই’ লাকসাম উপজেলা কমিটির সদস্য এবং ‘যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম’ লাকসাম উপজেলা শাখার কার্যকরী কমিটিতে সহ-সম্পাদক (সমাজ কল্যাণ) হিসাবে আছেন। তিনি বিশ্বাস করেন, লেখা শুধু বিনোদন বা লেখক হবার জন্য নয়, লেখা মানুষের মানুষিকতা, সমাজব্যবস্থার উন্নয়নের জন্যও। তিনি প্রত্যাশা করেন, তার প্রথম বইটি পাঠকমহল সাদরে গ্রহণ করে আরও নতুন বই লেখার অনুপ্রেরণা যোগাবে। ইতোমধ্যে বইটি সাড়া ফেলতে শুরু করেছে বলেও প্রকাশনীর পক্ষ থেকে জানা যায়।