ফের বরিশাল বিশ্ববিদ্যালয়ের হল থেকে অস্ত্র উদ্ধার

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

ববি প্রতিনিধিঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি শৌচাগার থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২০ জুন) ভোর রাতে উদ্ধারকৃত এসব অস্ত্র হল কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হয়েছে। এর আগে গত ৩ জুন বিশ্ববিদ্যালয়টির শেরে বাংলা হলের বিভিন্ন কক্ষে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের ব্যাপারে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট এবং ইংরেজি বিভাগের শিক্ষক আরিফ হোসেন বলেন, ৫ম তলার একটি বাথরুমের ফলস ছাদ থেকে কিছু অস্ত্র উদ্ধার করার কথা আমাকে মুঠোফোনে জানিয়েছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে আজ (মঙ্গলবার) সকালে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

হলের আবাসিক শিক্ষার্থী আশিকুল ইসলাম জানান, ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি শৌচাগারে গেলে সেখানে হট্টগোল শুনতে পান। পরে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একটি বাথরুমের ওপরে কয়েকটি দা, কাঁচি, পাইপ ও স্ট্যাম্প সহ কিছু দেশীয় অস্ত্র দেখতে পান। এসব অস্ত্র দায়িত্বরত নৈশপ্রহরীর কাছে জমা দেয়া হয় এবং হল প্রভোস্টকে মুঠোফোনে বিষয়টি অবহিত করা হয়।

এদিকে শেরে বাংলা হলে অস্ত্র উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত তিনজনকে সাময়িক বহিষ্কার করে হল কর্তৃপক্ষ। বহিষ্কৃতরা হলেন – বাংলা বিভাগের তাহমিদ জামান নাভিদ, রসায়ন বিভাগের মো. নাহিদ হাসান এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের এবিএম মুশফিকুর রহমান। এরা সকলেই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বরিশাল সিটি করপোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুসারী।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.