ফেনীতে জলবায়ু-সহনশীল স্মার্ট সিটি গঠনে ইপসা ও সেভ দ্যা চিল্ড্রেন-এর প্রকল্পের সমাপনী কর্মশালা

আরো চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

ফেনী প্রতিনিধি :
“People’s Adaptation Plans for Inclusive Climate Smart Cities” প্রকল্পের সমাপনী কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে ফেনীতে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে হোটেল বেস্ট ইন-এ এই কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংগঠন YPSA ও Save the Children।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ সুলতানা নাসরিন কান্তা এবং ইপসা প্রধান কার্যালয়ের প্রোগ্রাম ম্যানেজার সানজিদা আখতার।

অনুষ্ঠানের শুরুতে সানজিদা আখতার ইপসার দীর্ঘদিনের উন্নয়ন কার্যক্রম এবং বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিষ্ঠানের প্রচেষ্টা তুলে ধরেন। এরপর প্রকল্পের সমন্বয়ক অরুন দর্শী চাকমা প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, সুবিধাভোগীর সংখ্যা, কর্মএলাকা, কার্যক্রম ও মূল অর্জন বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

কর্মশালায় বক্তারা জলবায়ু অভিঘাত মোকাবিলা, স্থানীয়ভাবে পরিচালিত অভিযোজন কার্যক্রমের টেকসই বাস্তবায়ন, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। সবুজ ছায়ার পরিচালক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতার আহ্বান জানান। ফেনী বিশ্ববিদ্যালয় ও দৈনিক আজাদীর প্রতিনিধিরাও একই মতামত ব্যক্ত করেন। এসময় পৌর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার জাকির উদ্দিন শহরের জলাবদ্ধতা নিরসনে নতুন স্লাব নির্মাণের উদ্যোগের কথা জানান।

উপজেলা নির্বাহী অফিসার কানিজ সুলতানা নাসরিন কান্তা বলেন, ইপসার প্রণীত জলবায়ু অভিঘাত বিষয়ক পরিকল্পনাগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। ফেনী শহরকে বাসযোগ্য রাখতে সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

প্রধান অতিথি গোলাম মো. বাতেন তার বক্তব্যে কার্বন নিঃসরণ হ্রাস, বনায়ন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, গ্রীন এনার্জি ব্যবহার ও জনসচেতনতার মাধ্যমে জলবায়ু-সহনশীল স্মার্ট সিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন।

শেষে তিনি YPSA ও Save the Children-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রকল্পের সমাপনী ঘোষণা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *