ফুলবাড়ী সংবাদদাতাঃ
দিনাজপুর ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরের খরিফ/২ ২০২২-২০২৩ মৌসুমের রোপা আমন ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
গতকাল দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। এসময় কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন,খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হকসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
এবার উপজেলার ৪৯০ জন চাষিদের এই সুবিধা দেওয়া হবে। একজন কৃষকের মাঝে বিন্যমূল্যে ৫ কেজি আমন ধানের বীজ, ১০কেজি ডিএপি, ১০কেজি এমওপি সরাসায়নিক সার বিতরণ করা হয়।