মো:আরিফুল ইসলাম ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পিকআপ এর ধাক্কায় ফুলবাড়ী পৌর এলাকার আজগার আলী নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে।
আজগর আলী পৌর শহরের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের এফার আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আজগর আলী দাঁড়ানো ছিল। পিকআপটি হঠাৎ তাকে ধাক্কা দিলে আজগর আলী আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মেডিকেলে পৌঁছার পূর্বেই আমতলী নামক বাজারে তার মৃত্যু হয়।
এদিকে ঘাতক পিক আপ ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।স্থানীয়দের দাবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই পাশে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণ করতে হবে, প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে দ্রুত স্পিড বেকারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এবিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল জানান,এলাকাবাসীর পক্ষে থেকে লিখিত ভাবে দরখাস্ত পেলে সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে,এবং সেখানে দ্রুত স্পিড ব্রেকার নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান,পিকআপটি জয়পুরহাট থেকে দিনাজপুরে যাচ্ছিল। চালক লম্বা সময় ধরে গাড়ি চালাবার কারণে তার ঘুম পাচ্ছিল। আর ঠিক সে সময় ঘটে দূর্ঘটনাটি।এদিকে
লাশ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি ও বাইপাস সড়ক বাস্তবায়ন আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক লিমন হায়দার জানান,গাড়িটি ফুলবাড়ী শহরে ঢোকার কোন প্রয়োজন ছিল না বাইপাস সড়ক থাকলে গাড়িটি বাইপাস হয়ে দিনাজপুরে চলে যেত।তাহলে হয়তোবা আমাদের এই দুর্ঘটনাটি দেখতে হতো না।