লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থনে বিক্ষোভ মিছিল
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম পৌরসভার সভাপতি মাওলানা খোরশেদ আলম সিদ্দিকী এর সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব সেলিম মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিষ্ঠাতা সদস্য সচিব মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ ফারুকী।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম মাহমুদ সাহেব বলেন পুরো পৃথিবীর মুসলমান এক দেহের মত। শরীরের কোন অংশে আঘাত লাগলে যেমন সারা দেহে ছড়িয়ে পড়ে ঠিক তেমনি ফিলিস্তিনের মানুষের উপর আঘাত সারা পৃথিবীর মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম বলেন ইজরাইল কর্তৃক ফিলিস্তিনে হামলা সারা পৃথিবীর মানব জাতীর উপর আঘাতের শামিল। ইজরায়েলের দোসর, বাংলাদেশ বিরুধী ও মুসলমান বিরুধী সকলের পন্য বয়কট করার আহবান জানান। ভারতের ওয়াকফ বিল পাশ করে মুসলমানদের সম্পদ কেড়ে নেওয়ার পায়তারার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেন। বিগত ফ্যাসিস্ট কর্তৃক পাসপোর্টে একসেপ্ট ইজরাইল উঠিয়ে দেওয়ার ও সমালোচনা করেন।
মিছিলটি লাকসামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এতে আরো উপস্থিত ছিলেন রশীদ আহমাদ রায়হান, মাওলানা জামাল উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল আজীজ, মাওলানা নুর উদ্দিন হামিদী, মুহাম্মাদ নেছার উদ্দিন সুমন, হাফেজ মাওলানা মোরশেদুল হক, হাফেজ রিয়াজুল হক, মাওলানা জিয়াউল হক তাহেরপুরী, মাওলানা আনিসুর রহমান প্রমুখ।