পড়ালেখা শেষে শিক্ষার্থীদেরকে দেশ ও জাতির সেবক হিসাবে কাজ করতে হবে-সোলায়মান চৌধুরী

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

কুমিল্লার মনোহরগঞ্জে বরল্লা উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার (৫এপ্রিল) সকাল ৮টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।

তিনি এ সময় বলেন -শিক্ষা জাতির মেরুদণ্ড।যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। একজন শিক্ষার্থীকে তার শিক্ষার কার্যক্রম সচল রাখতে অভিভাবকের পক্ষ থেকে তার সন্তানের জন্য খরচ হয় ১০%, সরকার সাপোর্ট দেন ৯০%। সরকার দেশের সকল মানুষের কাছ থেকে টেক্স নিয়ে শিক্ষার্থীদেরকে এ সাপোর্ট দেন। তাই পড়ালেখা শেষে সকলকে দেশ ও জাতির জন্য মানবিক সেবক হিসাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন- বরল্লা উচ্চ বিদ্যালয়ের আজ ২৫ তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত রজত জয়ন্ত্রী অনুষ্ঠানে আমি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং স্যলুট দিচ্ছি। কেননা এধরণের ত্যাগ ও শ্রমের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। পাশাপাশি সাবেক সকল কৃতি শিক্ষার্থীদেরকেও ফুলেল শুভেচ্ছা জানাচ্ছি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও রজতজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার এ কে এম সালেহ আহমেদের সভাপতিত্বে ও রজতজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক মো.দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্বাগত বক্তব্য রাখেন বরল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিন্টু।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড.এ কে এম জাহাঙ্গীর, সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদক এ টি এম সিরাজুল হক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস পাটোয়ারী, প্রফেসর ডা.এম মোশারফ হুসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ সুলতান খোকন, যুগ্ম আহবায়ক মাসুদুল আলম বাচ্চু,কুমিল্লা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মাওলানা নুরুল হক,ঢাকা সুপ্রীম কোর্টের আইনজীবী এড.নুরুল ইসলাম, লাকসাম জেনারেল হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক রুহুল আমিন, উপজেলা বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া, লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ছানা উল্লাহ বশারী, উপজেলা বিএনপি নেতা আবদুল কুদ্দুস হিলালী, বরল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডা.মো.মমিনুল হক, মো.আনিসুর রহমান, হাবীবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিম উদ্দিন, সাবেক শিক্ষার্থী ওমর ফারুক ও মহিন উদ্দিন।

অনুষ্ঠান কর্মসূচির মধ্যে ছিলো সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, বর্ণাঢ্য আনন্দ র‍্যালী, বিদ্যালয়ের কীর্তিমান শিক্ষার্থীদের সম্মাননা পুরুস্কার প্রদান,ব্যাচ ভিত্তিক ফটোসেশন,দুপুরের খাওয়া,ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীদের ও সাবেক শিক্ষকদের সৃতিচারণ, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, শিক্ষার্থী ও দেশের খ্যাতিমান শিল্পীদের যৌথ আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী ও দেশের খ্যাতনামা শিল্পীদের যৌথ পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.